বলিউডে সম্প্রতি অন্যতম আলোচিত বিষয় নিঃসন্দেহে নেপোটিজম। এ বার IIFA-র একটি ট্যুইটকে ঘিরে স্বজনপোষণের অভিযোগ উঠল। বিশেষ প্রতিভা ছাড়াই কোনও গুরুত্বপূর্ণ সেলিব্রিটির সন্তান ছবিতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি করণ জোহরের স্টুডেন্টস অফ দ্য ইয়ার ২-তে অভিষেক ঘটেছে চাংকি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের।
Read More News
নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর দুই বেস্ট ফ্রেন্ড শাহরুখ-কন্যা সুহানা ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়াকে নিয়ে একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অনন্যা। ছবিটি আবার ক্যামেরাবন্দি করেছেন কিং খান স্বয়ং।
আইফা সেই ছবি রিট্যুইট করে প্রশংসা করেছে শাহরুখ-চাংকি-সঞ্জয়ের মেয়েদের। তাঁদের উদ্দেশে লিখেছে, ‘পৃথিবীর সঙ্গে পাল্লা দিতে তৈরি আগামী প্রজন্মের এই ডিভারা।’
২০১৮ সালের অগস্টের ভোগ ম্যাগাজিনের মুখ ছিল সুহানা। শানায়ার এখনও বলিউড ডেবিউ হয়নি। এই তিন স্টারকিডকে নিয়ে IIFA-র ক্যাপশন ভালো চোখে নেয়নি নেটিজেন। আগে তারা সেলেবকন্যাদের প্রতিভা দেখতে চান। অনেকে আবার তুলেছেন স্বজনপোষণের প্রসঙ্গ।