ক্যাটরিনা কাইফ আগামী ১৬ জুলাই ৩৫-এ পা দেবেন। এবারের জন্মদিনে মুম্বাই থেকে দূরে কোথাও বন্ধু-বান্ধব এবং বোনদের সঙ্গে জন্মদিন কাটাবেন।
জানা গিয়েছে ভারত ছবির সাফল্যের পর ক্যাটরিনার কাছে এসেছে ৬টি নতুন বিজ্ঞাপনে কাজের অফার। প্রসাধনী থেকে শুরু করে ফিটনেস, গাড়ির বিজ্ঞাপন থেকে পর্যটন অথবা রিয়াল এস্টেট কোনও কিছুই বাদ নেই। আগে একটি বিজ্ঞাপনে কাজের জন্যে তিনি যত পারিশ্রমিক নিতেই নতুন বিজ্ঞাপনগুলির জন্যে তাঁকে সেই পারিশ্রমিকের ৪০ শতাংশ বেশি টাকা অফার করা হয়েছে।
Read More News
ভারতের সাফল্যের পর, বর্তমানে ক্যাটরিনা কাইফ ব্যস্ত রোহিত শেট্টির ছবি সূর্যবংশীতে। এই ছবিতে আরও একবার তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে। ২০২০ সালের ২৭ মার্চ মুক্তি পাবে ‘সূর্যবংশী’।