প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী এবং ‘স্বপ্নজাল’ খ্যাত অভিনেতা ইয়াশ রোহান। এ জুটির নতুন ছবির নাম ‘আদম’।
ইয়াশ বলেন, ‘আদম’ ছবিতে কাজ করতে যাচ্ছি। ১২ জুলাই মহরতের মাধ্যমে নির্মাতা বিস্তারিত জানাবেন। তিনি বলেন, গল্প, চরিত্র সম্পর্কে আগেই কিছু জানাতে চাই না। খুব সিরিয়াস ইস্যু নিয়ে ‘আদম’ নির্মিত হতে যাচ্ছে।
Read More News
‘মিশন এক্সট্রিম’ ঐশীর প্রথম ছবি। ওই ছবির কাজ প্রায় শেষের দিকে। নতুন ছবি ‘আদম’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আদম’ আমার দ্বিতীয় ছবি। আমার বিপরীতে কাজ করবেন ইয়াশ রোহান। তার সঙ্গে এটি হতে যাচ্ছে আমার প্রথম।
ঐশী আশা করছেন, তাদের এই জুটিকে বড়পর্দার দর্শক গ্রহণ করবে। পাশাপাশি ‘আদম’ দিয়ে দর্শক নতুনভাবে তাকে চিনবে।
‘আদম’ প্রযোজনা করতে যাচ্ছেন তামিম হোসাইন। কাহিনী ও সংলাপ করেছেন মাসুদ পারভেজ। এ ছবির ট্যাগ লাইন ”আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান”।
ইয়াশ রোহান, ঐশী ছাড়াও অভিনয় আরও করবেন শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফ্ফান মিতুল, রঙ্গন হৃদ্য প্রমুখ। ২৬ আগস্ট থেকে ঢাকার বাইরে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।