বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন বর্তমানে তিনি ঘুরতে গিয়েছেন আফ্রিকার দেশ জাম্বিয়াতে। সেখানে তিনি নিজের মতো করে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটানোর পাশাপাশি নতুন ‘বন্ধু’ও হয়েছে তাঁর। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সেই ছবি তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই কৃতির বন্ধুদের নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
Read More News
ওই ছবি পোস্ট করে কৃতি শ্যানন লিখেছেন, ‘ওরা সেলফি তুলতে চাইল। না বলতে পারলাম না।’ কিন্তু কৃতির এই নতুন বন্ধুরা কেউ মানুষ নন। তারা সবাই বনের প্রাণী। বনের সেই চিতারাই এখন কৃতির নতুন বন্ধু। নতুন বন্ধুদের সঙ্গে মিশতে কিন্তু কোনও নেই কৃতির। বেশ মজা করেই তাদের পাশে বসে ছবি তুলেছেন তিনি।