জো জোনাস এবং সোফি টার্নারের বিয়ের অনুষ্ঠান শেষে এখনও ইতালিতে একান্তে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। প্রতিদিনই কোনও না কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন প্রিয়াঙ্কা।
ছুটির ফাঁকে কুকারি ক্লাসেও হাত পাকালেন প্রিয়াঙ্কা ও নিক। কুকিং সেশনের সেই সব ছবি ও ভিডিয়ো নিক ও প্রিয়াঙ্কা শেয়ার করলেন ইনস্টাগ্রামে।
Read More News
একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে পাস্তা সস বানাচ্ছেন প্রিয়াঙ্কা। অকপটে স্বীকারও করলেন যে রান্না করাতে তিনি একেবারেই পটু নন। অন্য আর একটি ভিডিয়োয় দেখা গেল পাস্তা কাটিং মেশিনে পাস্তা তৈরি করছেন নিক।
Supreme Watches News