মঙ্গলবার ঢাকার ইমপালস হাসপাতালে দুপুর থেকে চলছিল শাকিব খান ও বুবলী ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শ্যুটিং। সেখানেই মাথায় আঘাত পেয়ে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী বুবলী।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইমপালস হাসপাতালের জরুরী বিভাগের গেটে শ্যুটিং চলছিল। হাসপাতালের জরুরী বিভাগে অসুস্থ বুবলীকে কাঁধে করে নিয়ে আসবেন শাকিব খান। এই দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে গেট দিয়ে ঢোকার সময় শাকিব খানের কাঁধ থেকে গ্লাসে দরজা ঠেলে ভেতরে আসার সময় বুবলী মাথার বাম পাশে আঘাত পান। এরপর রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসক এসে প্রাথমিকভাবে ব্যান্ডেজ করে দেন। তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ রাখা হয়।
Read More News
তিনি জানান, বুবলীর বাম কানের উপরে দরজার স্টিলের সঙ্গে ধাক্কা লাগে। সামান্য ফেটে যাওয়ায় রক্তপাত হয়। মাথায় কিছু অংশ ফুলে গেছে। তখন সেখানে শাকিব-বুবলী ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু, অভিনেত্রী সাবেরি আলম, নাজিবা বাশার প্রমুখ।
‘মনের মতো মানুষ পাইলাম না’ প্রযোজনা করছেন দেশ মাল্টিমিডিয়া। এর সার্বিক তত্ত্বাবধানে আছেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। ইতোমধ্যে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির কাজ শুরু হয়ে গেছে। কিছু দিন আগেই দুটি গান রেকর্ডিং সম্পন্ন হয়। তুরস্কে ছবির গানও শেষ হয়েছে। শোনা যাচ্ছে, ঈদুল আযহায় মুক্তি পাবে ছবিটি।