ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে গাজীপুরে রংপুর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। সেটি উদ্ধারের পর ট্রেনটি জয়দেবপুর জংশনে নিয়ে যাওয়া হয়। এরপর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Read More News
জয়দেবপুর রেলওয়ে জানান, সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা বাজার এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর প্রায় চার ঘণ্টা ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এরপর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে বগিটি লাইনে তোলার পর ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।