বিশ্বকাপ ক্রিকেটের মাঠে গত রোববার ভারত বনাম পাকিস্তানের ম্যাচে উপস্থিত ছিলেন বলিউড তারকা রণবীর সিং। সেখানে তার সঙ্গে দেখা হয়ে যায় বাংলাদেশের জনপ্রিয় মডেল উপস্থাপক জান্নাতুল ফেরদৌস পিয়ার। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে রণবীর সেলফি তুলেন। শুধু তাদের নয়, রণবীরের সেলফিতে দেখা গেছে পিয়া জান্নাতুলকেও।
Read More News
এ সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে পিয়া জান্নাতুল লিখেছেন-দেখুন আমার জন্য সেলফি তুলেছেন কে!! উল্লেখ্য, যুক্তরাজ্যে চলমান বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে জান্নাতুল ফেরদৌস পিয়া উপস্থাপকের ভূমিকায় কাজ করছেন। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো নারী উপস্থাপক হিসেবে তিনি এ সুযোগ পেলেন। তাকে নিয়মিত দেখা যাচ্ছে ‘জিটিভি’ ও ‘বায়োস্কোপ’ অ্যাপ-এ।
Supreme Watches News