তারকারা বয়স লুকিয়ে রাখতে চেষ্টা করেন সব সময়। শুধু তাই নয় তারা বয়স ধরে রাখার জন্য কেউ জিম করেন। কেউ বা মেনে চলেন কঠিন ডায়েট। তাই তারা চিরতরুণ থাকেন। তবে বলিউডের এই তারকাদের আসল বয়স জানলে সত্যিই চমকে যাবেন।
Read More News
জুহি চাওলা: যে নায়িকাদের মধ্যে পাশের বাড়ির ইমেজ ধরা আছে, জুহি তাদের মধ্যে অন্যতম। যে লুক নিয়ে ক্যারিয়ার শুরু করছিলেন, ৫১ বছর বয়সে পৌঁছেও তার খুব একটা পরিবর্তন হয়নি বলেই মনে করেন তার অনুরাগীরা।
মাধুরী দীক্ষিত: অভিষেক বর্মনের ‘কলঙ্ক’-এ শেষবার বড়পর্দায় মাধুরীকে দেখেছেন দর্শক। তার হাসিতে এখনও মোহিত হয়ে যায় আট থেকে আশি। মাধুরী কিন্তু বয়সের দিক থেকে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। তার বয়স ৫২।
কাজল: এক্সপ্রেশনই কাজলের অভিনয়ের শেষ কথা। ‘কুছ কুছ হোতা হ্যায়’র অঞ্জলীর সারল্য বা ‘বাজিগর’-এর সেই প্রেম এখনও কাজলের মধ্যে খুঁজে পান তার অনুরাগীরা। অথচ বয়সের বিচারে কাজল এখন ৪৫-এর দোরগোড়ায়।
কারিশমা কাপুর: কারিশমা দেখলেই এখনো বহু দর্শক প্রথমেই এই সিনেমাটির কথা বলেন। চিরকালই নিজস্ব স্টাইল স্টেটমেন্ট মেনটেন করেছেন কারিশ্মা। ৪৪ বছর বয়সেও সেই চার্মটা ধরে রাখতে পেরেছেন বলে মনে করেছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা।
টুইঙ্কেল খান্না: খুব বেশি দিন অভিনয় করেননি টুইঙ্কেল। আসল বয়স ৪৫ হলেও টুইঙ্কেলকে দেখে তা মনে হয় না বলেই মনে করেন সিনে মহলের বড় অংশ।
 Supreme Watches News
Supreme Watches News