রবিবার দুপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই পুরাতন পোস্ট অফিস এলাকায় বাসের ধাক্কায় মাটিবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। নিহত চালক হেলাল হোসেন (২৬) কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা।
Read More News
চালক হেলাল হোসেন মহাসড়ক দিয়ে খালি ট্রাক্টর নিয়ে মাটি আনতে যাওয়ার সময় দ্রুতগামী এশিয়া ট্রান্সপোর্ট নামে একটি যাত্রীবাহী বাস ট্রাক্টরের পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ট্রাক্টর উল্টে চালক মাথায় আঘাত পেয়ে মারা যায়। পুলিশ বাসটিকে আটক করতে পারেনি। নিহতের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করেছে পুলিশ।