গ্ল্যামারাস কন্যা শান্তা পাল অনেক দিন ধরেই র্যাম্প মডেলিংয়ের সঙ্গে যুক্ত। র্যাম্পের পাশাপাশি টিভিসিতেও অংশ নিয়েছেন। এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় নাম লিখাতে যাচ্ছেন তিনি।
মিস এশিয়া-২০১৯ এ এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই মডেল কন্যা। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়া আরো ৬০ টিরও বেশি দেশের প্রতিযোগি অংশ নেবেন। এবারের মিস এশিয়া-২০১৯ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ভারতে। নভেম্বরে অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে।
Read More News
শান্তা পাল বলেন, ‘মিস এশিয়া ২০১৯’ একটি বড় আসর। এখানে অংশ নিতে যাবে। তাই আমি খুব গর্বিত ও আনন্দিত। এটি আমার কাছে একটি বড় অর্জন। সঙ্গে সঙ্গে বড় দ্বায়িত্বও। আমি পুরোপুরি চেষ্টা করব যেন আমার নিজের দেশকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারি। সবার সামনে আমি আমার নিজের দেশের ঐতিহ্যকে উপস্থাপন করতে চাই।
Supreme Watches News