আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট শিক্ষা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকারের পরিকল্পনা রয়েছে ২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ১০ শতাংশে উন্নীত করা।
গত ১০ বছর ধারাবাহিকভাবে জিডিপি প্রবৃদ্ধিতে উচ্চ হার বজায় থাকায় ২০২৩-২৪ অর্থবছরে এ প্রবৃদ্ধির হার দুই অঙ্কে উন্নীত করার জন্য ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে।
Read More News
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় গতকাল বাজেটের একটি অংশ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন তিনি। সংবাদ সম্মেলন বিকেল ৩টায় শুরু হয়।