বরাবরই সলমান-ক্যাটরিনা জুটি হিট। ঈদের দিন রিলিজ করে এমনিতেই বক্স অফিসে নতুন রেকর্ড করেছে সলমানের ‘ভারত’।
দক্ষিণ কোরিয়ার Ode to my Father ছবি থেকে নেওয়া গল্পের উপর তৈরি এই ভারত কতটা দর্শকমন ছুঁয়ে গেল সেটা দেখার। তবে গল্পটা খুব পরিষ্কার। ভারত-পাকিস্তান ভাগ হয়ে গেলে বাবা ও ছোট্ট বোনকে হারিয়ে ফেলে ভারত (সলমান)। ভারতের সীমান্তে তখনই প্রতিজ্ঞা করে বসে, একদিন না একদিন বাবা-বোনের সঙ্গে দেখা করবেই। মাকে সঙ্গে নিয়ে সংসার গোছালেও নিজের স্বপ্ন পূরণ করতে সে বদ্ধপরিকর। ১৯৪৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত টানা সময়ের একটি জার্নি এই ছবির মূল বৈশিষ্ট্য। নানা পেশায় যুক্ত হয়ে লাফিয়ে লাফিয়ে বেড়ে উঠছে ভারত। তারই মধ্যে কুমুদের সঙ্গে ভারতের দুষ্টু দুষ্টু প্রেম বেশ লাগে। কুমুদ সত্, চুপচাপ থাকতে ভালোবাসে এমন একটি মেয়ে।
Read More News
সিনেমায় জুটি হিসেবে দারুণ হিট ভারত। কিন্তু অভিনয়ের দিক থেকে সলমান বা ক্যাটরিনা কেউই তেমন দাগ কাটলেন না। মাঝখান থেকে রিল লাইফে সলমানের ‘বেস্ট ফ্রেন্ড’ সুনীল গ্রোভার অভিনয়ের ট্রফিটা নিয়ে বাড়ি ফিরলেন। জ্যাকি শ্রফ ও সোনালি কুলকার্নি অনবদ্য।
কান্না-হাসি-দুঃখ-বেদনা-কমেডি-অ্য়াকশন-রোম্যান্স, বলিউডের সব মশালাই রয়েছে এই ভারতে। গানের লিরিক্স ভালো, কিন্তু দৃশ্যেপটের সঙ্গে সঙ্গে গানের মিল পাওয়া খুবই কঠিন। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে সলমানের নানান পেশায় লাফ দেওয়ার ঘটনাটি বড্ড চোখে লাগে। তবে ত্রুটি খুঁজতে সিনেমা হলে যাওয়া মানে সময় নষ্ট করা। কিন্তু ছুটির মেজাজে শুধু এন্টারটেন্টমেন্ট পেতে হলে ভারত দেখতে যেতে পারেন। কারণ সলমান মানেই শুধুই এন্টারটেন্টমেন্ট।