নায়ক ও প্রযোজক অনন্ত জলিল নির্মাণ করছেন চলচ্চিত্র ‘দিন দ্য ডে’। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি প্রযোজনা-পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন বর্ষা।
ঈদের পরের দিন থেকে ইরানে গানের শুটিং করছেন অনন্ত জলিল ও নায়িকা বর্ষা। সেখানে কোরিওগ্রাফি করছেন বাংলাদেশের কোরিওগ্রাফার হাবিব রহমান।
Read More News
এরই মধ্যে একটি রোমান্টিক গানের শুটিং শেষ হয়েছে। ইরানে আরো দুটি রোমান্টিক গানের কিছু অংশের শুটিং করা হবে বলে জানিয়েছেন হাবিব। এ ছাড়া তুরস্কেও গান দুটির অংশ বিশেষ শুটিং করা হবে।
এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু’ ছবির মাধ্যমে কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন হাবিব। নৃত্যপরিচালক মাসুম বাবুলের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি।
Supreme Watches News