ইস্তফা দিচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ‘থেরেসা মে’

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে আজ ইস্তফা দিচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ‘থেরেসা মে’। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকছেন ‘থেরেসা মে’।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর ওপর অর্পিত সবেচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিই করতে ব্যর্থ হয়েছেন মে। ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারেনি তিনি।
Read More News

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য দৌঁড়ঝাঁপ এরইমধ্যে শুরু হয়ে গেছে। একজন দুজন নন, এ দৌঁড়ে আছেন ১১ জন প্রতিদ্বন্দ্বী।

প্রধানমন্ত্রী হওয়ার রেসে এগিয়ে আছেন যুক্তরাজ্যের সুপরিচিত ও বর্ণিল ব্যক্তিত্ব বরিস জনসন। তিনি ব্রিটেনের সাবেক পররাষ্ট্র মন্ত্রী এবং লন্ডনের সাবেক মেয়র। ১১ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে দুজন মাত্র নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *