ইউটিউবে মুক্তি পেল ‘দি ডিরেক্টর’

ইউটিউবে মুক্তি পেয়েছে কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত আলোচিত ছবি ‘দি ডিরেক্টর’। বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে সানবিডিটিউব-এর ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি দেয়া হয়।

নির্মাতা জানান, ছবিটি নিয়ে বহু বাধার সম্মুখিন হয়েছি। সময়, শ্রম ও অর্থ সবই ব্যয় হয়েছে। নতুন করে যেন জটিলতায় পড়তে না হয়, এ কারণে সোজা অনলাইনের শরণাপন্ন হয়েছি। ছবিটি বিশ্বব্যাপী মানুষের জন্য উন্মুক্ত করে দিলাম।
Read More News

‘দি ডিরেক্টর’-এর অনলাইন পরিবেশনা সহযোগী ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনিশিয়েটিভ প্লাটফর্ম (www.whc.fund)। দর্শক যদি মনে করেন এটি তাকে বিনোদিত করেছে-তাহলে এই প্লাটফর্মের মাধ্যমে যে কোনো পরিমাণ অর্থ, যে কোনো দেশ থেকে, যে কোনো মুদ্রায় পাঠাতে পারবেন।

২০১৩ সালে সেন্সরে জমা পড়ে ‘দি ডিরেক্টর’। ২০১৫ সালে সেন্সর পায় ছবিটি। পরিবেশক না পাওয়ায় শেষ পর্যন্ত ইউটিউবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা। ছবিটিতে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *