কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর দ্বিতীয় বিয়েটাও টিকলো না। মুম্বাইয়ের মডেল কৃষণ ব্রজের সঙ্গে তার বিচ্ছেদ চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এরইমধ্যে কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী। এরইমধ্যে শ্রাবন্তীর তৃতীয় বিয়ের প্রস্তুতি শুরু।
Read More News
পাত্রের নাম রোশন সিং, জন্ম সূত্রে পাঞ্জাবি, পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু। রোশন শ্রাবন্তীর পরিবারের ঘনিষ্ঠ। সেই সূত্রেই শ্রাবন্তীর সঙ্গে আলাপ। মাস চারেকের পরিচয়েই নাকি দু’জনের মধ্যে সম্পর্কটা গভীর হয়েছে। শ্রাবন্তীর ছেলে ঝিনুকেরও রোশনকে খুব পছন্দ। ঘনিষ্ঠ মহলে শ্রাবন্তী আপাতত শুধু এটুকুই বলেছেন, রোশন ভীষণই ভাল মানুষ।
পরিচালক রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ১০ জুলাই শ্রাবন্তী ও কৃষণের বিয়ে হয়। বিয়ের তিন মাস যেতে না যেতেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও ঠিক কী কারণে বিচ্ছেদ তা নিয়ে এখনও পর্যন্ত শ্রাবন্তী কিংবা কৃষণ কেউই মুখ খোলেননি।