সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের থেকেও বড় তারকা বনে গেছে ছোট তৈমুর। তৈমুর এখন দুই বছরের।
Read More News
ঘোড়ায় চড়া শিখতে এর আগে দেখা গেছে তৈমুরকে। এবার তাকে দেখা গেল গিটার হাতে। বুধবার (২৩ জানুয়ারি) বাবা সইফ ও মা করিনার সঙ্গে গিটার হাতে নিয়ে রাস্তায় বের হতে দেখা যায় ছোট্ট নবাবকে। তবে বড় হয়ে সে গিটারিস্ট হতে চাইবে কিনা তা ভবিষ্যৎই বলবে। তৈমুরকে এভাবে দেখে বেশ খুশি নেটিজেনরা।
Supreme Watches News