‘ব্র্যান্ড হাউজ’ এর ফটোশুটে দুই সুন্দরীর সঙ্গে নিরব

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস ঐশী ও লাক্স সুপারস্টার মিম মানতাশা এই দুই সুন্দরীকে প্রথমবারের মতো পাওয়া গেল এক মঞ্চে। তবে তারা অংশ নিয়েছেন ফ্যাশন হাউজ ‘ব্র্যান্ড হাউজ’ ফটোশুটে।

সম্প্রতি বাংলাদেশে যাত্রা করছে ফ্যাশন হাউজ ‘ব্র্যান্ড হাউজ’। চলতি মাসেই রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে এটি। সেই উপলক্ষেই প্রতিষ্ঠানটির পোশাকের ফটোশুটে একসঙ্গে অংশ নিলেন চিত্রনায়ক নিরবের সঙ্গে ঐশী ও লাক্স সুপারস্টার মিম মানতাশা।
Read More News

নায়ক নিরব বলেন, ফ্যাশন হাউজটির কর্ণধার শাফিন আহমেদ আমার স্কুল ফ্রেন্ড। তার প্রতিষ্ঠানের মডেল হওয়াটা বাড়তি আনন্দের বিষয়। আর বড় দুটি প্রতিযোগিতার আসর থেকে দুজন চ্যাম্পিয়ন সুন্দরী নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাও দারুণ। আশা করছি আগামীতে ঐশী ও মিমের সঙ্গে নাটক সিনেমাতেও কাজের সুযোগ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *