সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার থেকেই রুশ সেনাদের প্রত্যাহারের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। সেনা প্রত্যাহারের আকস্মিক কারণ হিসেবে তিনি বলেন সিরিয়ায় রাশিয়ার সেনা মোতায়েনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে।
সিরিয়ায় চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটবিরোধী (আইএস) অভিযান শুরুর পাঁচ মাসের মাথায় সেখান থেকে সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন পুতিন।
Read More News
গত বছরের সেপ্টেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে আইএসবিরোধী অভিযানে সহায়তার নামে দেশটিতে সেনা মোতায়েন করেন পুতিন। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিল। তাদের অভিযোগ রাশিয়া আইএসের ওপর হামলার নামে আসাদবিরোধীদের ওপরও হামলা চালাচ্ছে।
সোমবার পুতিন বলেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত দায়িত্ব সার্বিকভাবে সম্পন্ন হয়েছে। তাই আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সিরিয়ায় মোতায়েনকৃত আমাদের সেনাদের মূল অংশকে কাল (মঙ্গলবার) থেকে প্রত্যাহার শুরুর নির্দেশ দিচ্ছি।