রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট দেন ড. কামাল।
Read More News
ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশের সংবিধানে লেখা আছে, দেশের মালিক জনগণ। তারা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এটা মনে রাখতে হবে, দেশের মালিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা মানে স্বাধীনতা থেকে বঞ্চিত করার শামিল।
ড. কামাল বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, আমাদের প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। তা দুঃখজনক, উদ্বেগজনক।
এটা হচ্ছে বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি, শহীদদের সঙ্গে বেইমানি, তাজউদ্দীনের সঙ্গে বেইমানি, নজরুল ইসলামের সঙ্গে বেইমানি। স্বাধীনতার যুদ্ধে আমাদের অনেক পুলিশ জীবন দিয়েছেন, তাঁদের সঙ্গে বেইমানি।
ড. কামাল হোসেন আরো বলেন, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানাব। যাতে এর সুষ্ঠু বিচার হয়।
Supreme Watches News