আজ শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার শিকার জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নেতারা।
সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে জামায়াত সম্পর্কিত প্রশ্নে ক্ষেপে যান সংবিধানের অন্যতম এই প্রণেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।
Read More News
আজ শহীদ বুদ্ধীজীবী দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক জামায়াতে ইসলামী নিয়ে ড. কামাল হোসেনের অবস্থান জানতে চান। একপর্যায়ে সাংবাদিকের প্রতি ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, বেহুদা কথা বলো, কত পয়সা পেয়েছ এই প্রশ্ন করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছ? এই জায়গায় এই রাজনৈতিক প্রশ্ন করতে।
তোমার নাম কী? জেনে রাখব তোমাকে। চিনে রাখব। পয়সা পেয়ে শহীদ মিনারকে অশ্রদ্ধা করো তোমরা? আশ্চর্য, শহীদদের কথা চিন্তা করো! চুপ করো, চুপ করো! খামোশ, আশ্চর্য!, যোগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। এরপর গণফোরাম সভাপতি আবারও ওই সাংবাদিকের নাম ও কোন টেলিভিশনে কাজ করেন, তা জানতে চান। সাংবাদিক তাঁর পরিচয় দেওয়ার পর তিনি শহীদ বেদি থেকে নেমে চলে যান।
এ সময় সেখানে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম নেতা ও নির্বাচনের প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Supreme Watches News