নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে মডেলকন্যা সুজানা জাফর এ মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন সিঙ্গাপুর। ছেলে আব্রামকেও সঙ্গে নিয়ে গেছেন অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের তিনজনের ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন সুজানা।
সুজানা বলেন, আমরা দুজন পরিকল্পনা করে সিঙ্গাপুরে বেড়াতে এসেছি। এ ছাড়া অপুর একটা শো এখানে ছিল।
সুজানা বলেন, ডিসেম্বরে অপু ও আব্রাম আমার সঙ্গে দুবাই যাবে। আমরা সেখানেও অনেক ঘুরব।
Read More News
অপু বিশ্বাস ও সুজানা জাফর দুজনই এখন বেছে বেছে কাজ করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে অপু বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ও ‘শর্টকার্ট’ ছবি দুটি। অন্যদিকে, সুজানার প্রকাশের অপেক্ষায় রয়েছে নতুন মিউজিক ভিডিও।