বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যেখানেই যান, ভারতীয় ঐতিহ্য বহন করেন। সবাই তাকে দেশী মেয়ে বলেই ডাকেন।
প্রিয়াঙ্কা এখন যুক্তরাজ্যের লন্ডনে তার ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং করছেন। লন্ডনের রাস্তায় শুটিংয়ের দলবলসহ তাঁকে দেখা গেছে।
প্রিয়াঙ্কাকে বেশ উত্তেজিত অবস্থায় দেখা গেছে, মজা করছেন। রাস্তার ওপর একটি নারকেল ফাটিয়ে তার পানি নিজের গায়ে ছিটাচ্ছেন।
প্রিয়াঙ্কার পাশে ছিলেন ছবিটির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরসহ ক্যামেরা ও শব্দকুশলীসহ অন্যান্য লোকজন।
নারকেল ফাটানোর আগে প্রিয়াঙ্কা বলেন, যদি কোনো খারাপ কিছু হয়, তবে তোমরা সবাই দোষী হবে। তারপর ‘গণপতি বাপ্পা’ বলে রাস্তার ওপর নারকেলটাকে আঘাত করেন। উপস্থিত সবাই উল্লাস করেন এরপর।
Read More News
‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন ফারহান আকতার ও জাইরা ওয়াসিম।
ছবিটি প্রযোজনা করছেন রোনি স্ক্রুইবালা ও সিদ্ধার্থ রায় কাপুর। এ ছবিতে প্রিয়াঙ্কা জাইরার মায়ের ভূমিকায় অভিনয় করছেন। ছবির সংলাপ রচনা করেছেন জুহি চতুর্বেদী ও সংগীতে রয়েছেন প্রীতম চক্রবর্তী।