গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ভারতের তামিলনাড়ু রাজ্যের ত্রিচি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ১৩৬ জন যাত্রী নিয়ে বিমানবন্দরের সীমানা দেয়ালে ধাক্কা খেয়েছে। তবে এতে বিমানের আরোহীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানে থাকা যাত্রী ও ক্রুসহ ১৩৬ জনই নিরাপদে রয়েছেন।
Read More News
ভারতের রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটি জানিয়েছে, ত্রিচি থেকে উড্ডয়নের সময় বিমানের চাকার আঘাতে বিমানবন্দরের সীমানা দেয়াল ভেঙে যায় এবং বিমানটি মুম্বাইয়ে নিরাপদে অবতরণ করে। মুম্বাইয়ে নামার পর দেখা যায়, বিমানটির গায়ে কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য অন্য একটি বিমানে করে যাত্রীদের সবাইকে দুবাই যাত্রার ব্যবস্থা করা হয়।
বিমানবন্দরটির কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটির অ্যান্টেনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ভাঙা অংশ ঘটনাস্থলেই পাওয়া গেছে।
বিমানটিতে থাকা পাইলট এবং সহকারী পাইলটকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।