বলিউড অভিনেত্রী সানি লিওন এখন মেক্সিকো ভ্রমণ করছেন। মেক্সিকোর সমুদ্র তীরবর্তী পর্যটন স্থানগুলো ভ্রমণ করছেন।
এ ভ্রমণে তাঁর সঙ্গী স্বামী ড্যানিয়েল ওয়েবার ও ঘনিষ্ঠ কজন বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেসব ছবি দিয়েছেন সানি লিওন।
Read More News
চলতি বছরের মার্চেই দুই যমজ সন্তানের নাম ঘোষণা করেছিলেন সানি লিওন। আদুরে ওই দুই ছেলে নোয়া ও আশের। নিশা নামে এক কন্যাসন্তানও আছে সানি-ড্যানিয়েল দম্পতির। সানি এখন সপরিবারে ছুটি কাটাচ্ছেন মেক্সিকোর ক্যানসানে।
৩৭ বছরের এ সুন্দরী সাদা বিকিনি পরে সৈকতের বালু-জলে গা ভাসিয়েছেন। ড্যানিয়েলকে দেখা যায় উদোম গায়ে বালুর ওপর বসে বিশ্রাম নিতে। সানি যে ছবিগুলো শেয়ার দিয়েছেন, তাতে অবশ্য কন্যা নিশা ও দুই পুত্রকে দেখা যায় না।
আজ বৃহস্পতিবার পোস্ট করা সানির সাদা বিকিনি পরা ছবিটিতে এ পর্যন্ত আট লাখের বেশি লাইক পড়েছে। আর অসংখ্য মন্তব্য তো রয়েছেই। সাবেক পর্নোতারকা সানিকে অনুসরণ করেন ১৫.৩ মিলিয়ন ইনস্টাগ্রাম ব্যবহারকারী।
কিছুদিন আগে সানির মোমের মূর্তি উদ্বোধন করা হয় দিল্লির মাদাম তুসো জাদুঘরে। বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন, সালমান খান ও শাহরুখ খানের পাশে সানির মোমের মূর্তি জ্বলজ্বল করছে।