শুক্রবার মুক্তি পাচ্ছে না চলচ্চিত্র ‘আসমানী’। কবি জসীমউদ্দীনের লেখা ‘আসমানী’ কবিতার ছায়া অবলম্বনে এম এ সাখাওয়াত হোসেন নির্মাণ করছেন এ চলচ্চিত্র।
Read More News
পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা অনেক আগে থেকেই ছবিটি মুক্তি নিয়ে প্রচার চালাচ্ছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা ছবি মুক্তি থেকে সরে এসেছি। আমার কাছে মনে হয়েছে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে এখন, আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই না। যে কারণে আগামী শুক্রবার ছবিটি মুক্তি দিচ্ছি না।’
ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। তাঁর বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়িকা সুস্মি রহমান।