বলিউড তারকা সাইফ আলী খান পরিবার পরিজন নিয়ে ছুটি কাটাচ্ছেন দক্ষিণ এশিয়ার নৈসর্গিক সৌন্দর্যের দেশ মালদ্বীপে। কারিনা কাপুর, সন্তান তৈমুর, সাইফের বোন অভিনেত্রী সোহা আলী খান, স্বামী কুনাল খেমু ও তাঁদের কন্যা ইনাইয়া নওমিও আছেন সেখানে। পরিবারের ছয় সদস্য একসঙ্গে জম্পেশ সময় কাটাচ্ছেন। মালদ্বীপের জলে ভিজছেন।
সোহা ও কুনাল কয়েকটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে, নবাব পরিবার জলকেলি করছেন। ইনাইয়া ও তৈমুর বড়দের কাছ থেকে সাঁতার শেখে। পরে সৈকতে ঘুরে বেড়ান তাঁরা।
একটি ছবিতে দেখা যায়, জলে ভেজা পুরো পরিবার। সাইফের কোলে তৈমুর। সাইফ উদোম। তৈমুরের গায়ে ছোট্ট লাইফ জ্যাকেট। কারিনা পরেছিলেন গোলাপি বিকিনি। অন্যদিকে উদোম কুনালের কোলে ছিল ইনাইয়া। সে হালকা নীল জামা পরেছিল। কারিনার মতোই সোহা পরেছিল লাল-হলুদ বিকিনি।
Read More News
সোনেভা ফুশি রিসোর্টে নবাব পরিবারের জন্য বিশেষ পার্টি ছিল। তাঁরা উড়োজাহাজে চড়ে সমুদ্র দর্শনও করেন।
চলতি বছরের জুনে সাইফ-কারিনা লন্ডনে এক মাসেরও বেশি সময় কাটান, এর আগে তাঁরা তৈমুরকে নিয়ে সুইজারল্যান্ড ভ্রমণ করেছেন।