শুক্রবার রাতে আশুলিয়ায় তুরাগ নদীতে ট্রলার ডুবে প্রায় ১৩ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যায় তুরাগ নদীর গুদারাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রুস্তমপুর যাচ্ছিল। এসময় ট্রলারটি তুরাগ নদীর মাঝখানে পৌঁছালে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি বালু টানার বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা নারী পুরুষ ও শিশুসহ সবাই নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ১২ জনকে দ্রুত উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসলেও এখনো ১৩ জন নিখোঁজ রয়েছে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ফায়ার সার্ভিস নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে।
Read More News
এদিকে ঘটনাস্থলে ভিড় জমিয়েছে নিখোঁজদের স্বজনরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি স্থানীয়রাও নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধার কাজ চলছে।