বলিউডের লাস্যময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। আর তিনি যাই করেন, তাই ঝড় তোলে অন্তর্জালে!
ইনস্টাগ্রামে ক্যাটরিনার ভক্ত অনুসরণকারী ১৪ মিলিয়নের বেশি। তাঁর পোস্ট ও ছবি যাঁরা দেখবেন, তাঁরাই তাঁর প্রেম পড়বেন! এবারও তার ব্যতিক্রম হয়নি। ক্যাটরিনা এবার নেচে ঝড় তুলেছেন অন্তর্জালে।
Read More News
গতকাল বৃহস্পতিবার ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার দেন। ‘সাবেক প্রেমিক’ সালমান খান প্রযোজিত ‘লাভযাত্রী’ ছবির ‘চোগাদা’ গানটি বেশ হিট হয়েছে। সেই ‘চোগাদা’ গানের তালে নেচেছেন ক্যাটরিনা।
আজ শুক্রবার ‘লাভযাত্রী’ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা ও আফগান মডেল ওয়ারিনা হুসেন। দুজনেরই এটাই প্রথম ছবি। বলিউডের বেশ কয়েকজন তারকা ‘চোগাদা’ গানের তালে নেচে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিচ্ছেন।
ক্যাটরিনা ‘চোগাদা’ নাচের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে ‘লাভযাত্রী’র শুভকামনা জানিয়েছেন। ভিডিওটি অন্তর্জালে ঝড় তুলেছে। এ পর্যন্ত ২২ লাখ মানুষ ক্যাটের নাচ দেখেছে। আর অসংখ্য মন্তব্য তো আছেই।