সৌদি আরব হতে ১৪৪ নারীকর্মী দেশে ফিরছেন আজ। এইসব নারীরা গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়েছিল। দেশটির গৃহকর্তার হাতে নির্যাতনের শিকার হয়ে তিক্ত অভিজ্ঞতা আর দুঃসহ যন্ত্রণা নিয়ে দেশে ফিরছেন।
Read More News
আজ দুপুর ১টা ৫৫ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এয়ার এরাবিয়ানের এসভি-৮০৬ নম্বর ফ্লাইটে করে আসে নির্যাতত এই নারীকর্মীরা। গতমাসে বিভিন্ন সময় একই ধরনের ঘটনার শিকার হয়ে দেশে ফিরেছেন সাড়ে তিন শতাধিক নারীকর্মী।
ফিরে আসা এসব নারীকর্মীদের সকলের অভিযোগ প্রায় একই। তারা জানান, গৃহকর্তারা তাদের ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন চালাতো। এছাড়া অতিরিক্ত কাজ করাতো এবং ঠিকমতো খাবার দিতো না।
নির্যাতিতাদের অভিযোগ, তারা কেউ-ই নিয়মিত বেতন পাননি। তাছাড়া যে প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে গেছে তারই কিছুই ঠিকঠাক ছিলো না।
জানা যায়, সৌদি আরবে নারী গৃহকর্মীর ওপর নির্যাতনের নানা চিত্র প্রায়ই আলোচনায় আসে। সেই চিত্র বিভৎস ও অমানবিক। বাংলাদেশে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা নানা সংস্থা ইতিমধ্যে সৌদি আরবে গৃহকর্মী পাঠানো নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে নতুন করে ভাবারও আহবান জানিয়েছে তারা। এছাড়া মানবাধিকার সংস্থাও এ নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে।