ভার্চূয়াল রিয়েলিটি হেডসেট বানাচ্ছে গুগল

ভার্চূয়াল রিয়েলিটি হেডসেট তৈরির কার্যক্রম হাতে নিয়েছে গুগল, এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনের তথ্য মতে, ডিভাইসটি ব্যবহারে স্মার্টফোন বা কম্পিউটার প্রয়োজন হবেনা। এছাড়া এটি প্রযুক্তি ব্যবহারকারী মানুষজনের কাছে জটিল হবেনা অর্থাৎ এতে থাকছে প্রচলিত পদ্ধতি। অন্য এক খবরে বলা হয়েছে গুগলের ডিভাইসটি অনেকট স্যামসাং’র গিয়ার ভিআর এর মতো।

এ বছররে সেপ্টেম্বরে পণ্যটি কৌতুহলীদের হাতে আসতে পারে বলেও আশা করা হচ্ছে।
Read More News

অন্তর্ভূক্ত ফিচারের বিষয়ে জানানো হয়েছে যে হ্যান্ডসেটটিতে পর্দা, উচ্চ ক্ষমতার প্রসেসর এবং বাহিরের দিকে ফেসিং ক্যামেরা থাকবে।
অবশ্য, গুগলের আলফাবেট কর্পোরেশন আগে থেকেই ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস বিক্রি করছে যেটি কার্ডবোর্ড দিয়ে তৈরি। ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে যা স্লাইড করতে পারে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রকাশের পর থেকে গুগলের কার্ডবোর্ডের চালান ৫ মিলিয়ন বা ৫০ লাখ।

এদিকে গুগল নতুন ডিভাইসটি বানানোর ব্যাপারে কোনো মন্তব্য করনি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *