প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের মধ্যে যোগাযোগ আরো বাড়াতে হবে। মঙ্গলবার জাতিসংঘে সাইবার নিরাপত্তা নিয়ে সাইড লাইন বৈঠকে তিনি এ কথা বলেন।
এসময় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘকে জোরালো ভূমিকা নেওয়ার আহবান জানিয়েছেন।
Read More News
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৩তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে গত শুক্রবার সকালে নিউইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগদান করবেন এবং ইতিমধ্যে রোহিঙ্গা ইস্যু তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ভাষণ দেবেন এবং একইদিন তার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।