উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহবান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের অন্যতম জনপ্রিয় দল এবং এ দলকে বাদ দিয়ে কোনো ঐক্য হবে না।
এ দেশের মানুষ এবং বহির্বিশ্ব আওয়ামী লীগের পক্ষে রয়েছে, আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আগামী নির্বাচনে যিনি গ্রহণযোগ্য তিনিই মনোনয়ন পাবেন। জনগণ যাকে চাইবে না, তিনি মনোনয়ন পাবেন না।
Read More News
ওবায়দুল কাদের আজ শনিবার সড়ক পথে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে সাংগঠনিক সফরের অংশ হিসেবে কুমিল্লার ইলিয়টগঞ্জ, কুমিল্লা টাউন হল মাঠ, চৌদ্দগ্রাম, ফেনী ও সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আগামীকাল রোববার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে কর্ণফুলী, লোহাগড়া, চকরিয়া ও কক্সবাজার ঈদগাহে পথসভা করবে সফরকারী দলটি। সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলের কাছে পৌঁছাতে ট্রেন যাত্রার পর এবার সড়ক পথে এ যাত্রা শুরু হয়।