রবিবার সন্ধ্যায় রাজধানীর পাঁচতারা হোটেলে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
জুরি বোর্ডের সম্মানিত সদস্যরা হলেন চিত্রপরিচালক আমজাদ হোসেন, নায়ক আলমগীর, অভিনেত্রী চম্পা, নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, চিত্রনায়িকা জয়া আহসান।
জুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণার পর মঞ্চে আসেন আলমগীর, চম্পা ও জয়া আহসান। সেখানে অনুপস্থিত ছিলেন আমজাদ হোসেন এবং আফজাল হোসেন।
Read More News
২৮ বছর পর আবার শুরু হলো ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী নির্বাচন নির্ধারণ করবে জুরি বোর্ড।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, রবিবার সন্ধ্যা থেকেই নতুন মুখ কার্যক্রম অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। যা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এবারের ‘নতুন মুখের সন্ধানে’ আয়োজন করছে পরিচালক সমিতি। আয়োজকদের থেকে জানা যায়, নতুন মুখের সন্ধানে অ্যাপস ও নতুন মুখের সন্ধানে ওয়েব সাইড থেকে নিবন্ধন করা যাবে সোমবার থেকে।