আজ বুধবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। নির্বাচনকালীন সরকার হবে ছোট পরিসরে। এ সরকার সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। শুধু রুটিন ওয়ার্ক করবে এ সরকার।
Read More News
মুহিত বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার হবে। বর্তমান সংসদে বিএনপির প্রতিনিধিত্ব নেই। কাজেই নির্বাচনকালীন সরকারে বিএনপির কাউকে রাখার কোনো সুযোগ নেই। সংসদে যেসব দলের প্রতিনিধিত্ব রয়েছে শুধু সে সব দলের সংসদ সদস্যরাই নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।