মস্তিষ্ক বিভ্রাটের একটি বড় কারণ হলো সেলফি। এর জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছে না তরুণ-তরণীরা। এই সেলফি কাণ্ডে অনেকের অনেকরকম ক্ষতি হলেও লাভ হচ্ছে দাঁতের ডাক্তারদের। এবার প্রশ্ন হলো সেলফির সঙ্গে দাঁতের ডাক্তারের কি সম্পর্ক? সাধারণ ছবিতে দাঁত খুব একটা চোখে না পড়লেও সেলফিতে চোখে পড়ে। কাছ থেকে তোলা হয় বলে সহজেই ধরা পড়ে যায় দাঁতের নানারকম খুঁত। আর এতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে সেলফির ‘মডেলদের’। তাই দাঁত ঠিক করতে লাইন বাড়ছে দাঁতের ডাক্তারদের চেম্বারে। ডেন্টিস্টরা জানাচ্ছেন, শুধু সেলফিতে দেখতে খারাপ লাগছে বলে দাঁতের সার্জারি করাতে চাচ্ছেন এমন মানুষের সংখ্যা বাড়ছে।
Read More News
Supreme Watches News