ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় ৬৯টি পদক জয়ী অ্যাথলেট

ভারতের স্বর্ণ পদক জয়ী অ্যাথলেট মনমোহন সিং লোধি গলায় স্বর্ণের পদক আর হাতে ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ৬৯টি পদক জয়ী।

এশিয়ান গেমসে পদক জয়ীদের বীরের সম্মানে সম্মানিত করা হচ্ছে, আর অন্যদিকে না খেতে পেয়ে পথে বসে ৬৯টি পদক জয়ী অ্যাথলিট।

প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁকে আশ্বাস দিয়েছিলেন, সরকারি চাকরি মিলবে। বছর ঘুরলেও প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই থেকে গেছে। চাকরি না পেয়ে এবার কার্যত পথে বসতে হল মধ্য প্রদেশের প্যারা অ্যাথলেট মনমোহন সিং লোধিকে। জীবনের এত সাফাল্যেও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। রবিবার মনমোহনের এই দৈনদশার ছবিই উঠে এল এএনআইয়ের ক্যামেরায়।
Read More News

মনমোহন সিং লোধি মধ্যপ্রদেশের নরসিংহ জেলার কেন্দ্রপুরের বাসিন্দা। ২০০৯ সালে একটি দুর্ঘটনায় একটা হাত নষ্ট হয়ে যায় তাঁর। তবে কখনই নিজের প্যাশন থেকে সরে আসেননি তিনি। জীবনের সঙ্গেই পাল্লা দিয়ে দৌঁড়েছেন ট্র্যাকেও। জাতীয় স্তরে ৬৯টি পদকও রয়েছে তাঁর। ২০১৭ সালে আমদাবাদে জাতীয় স্তরের প্রতিযোগিতায় রুপাও জেতেন। এরপর রাজ্যের সেরা ক্রীড়াবিদের পুরস্কারেও সম্মানিত করা হয় মনমোহন সিং লোধিকে। একই সঙ্গে তাঁকে দেওয়া হয় সরকারি চাকরির প্রতিশ্রুতিও। তবে সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *