গাজীপুরের টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মী এবং খদ্দেরসহ ১১৪ জনকে আটক করা হয়েছে।
গাজীপুর পুলিশ জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করে গণউপদ্রব সৃষ্টি করা হচ্ছে। এমন খবর পেয়ে গাজীপুরে নবনিযুক্ত পুলিশ সুপার শামসুন্নাহারের তাৎক্ষণিক নির্দেশে পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালায়। অভিযানকালে হোটেলগুলো থেকে ৫২ জন যৌনকর্মী ও তরুণী এবং ৬২ জন পুরুষ দালাল ও খদ্দেরসহ মোট ১১৪ জনকে আটক করা হয়। অভিযানের খবর টের পেয়ে হোটেলের অন্য কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
Read More News
এ ব্যাপারে টঙ্গী মডেল থানায় মামলা দায়েরের পর শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।