আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দুই বন্ধুর অসাধারণ নাচের ভিডিও শেয়ার করেন আমির খানের দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখ। ইউরোপের রাস্তায় নাচতে দেখা যায় ফাতিমা সানা ও সানিয়াকে। শুধু তা-ই নয়, ফাতিমার কাছ থেকে ফুলের তোড়া নিচ্ছেন, এমন ঘনিষ্ঠতার দৃশ্যও দেখা যায়। সানিয়া একটি নৃত্য চলচ্চিত্রে কাজ করবেন বলে, শোনা যাচ্ছে।
আমির খানের দঙ্গল ছবিতে কাজ করার পর ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা হয়ে ওঠেন অন্তরঙ্গ বন্ধু। সম্প্রতি এ দুই অভিনেত্রী ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের মজার মজার ছবি শেয়ার করছেন। এবার ইউরোপের রাস্তায় দুজনের নাচের ভিডিও শেয়ার করলেন ফাতিমা।
Read More News
ফাতিমা সানা শেখ এখন আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে কাজ করছেন।