অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কাছে বয়স নিতান্তই এক সংখ্যা। দু’দিন পরেই তাঁর জন্মদিন। তার আগে জীবনের প্রথম পাঁচ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন।
জন্মদিনে শ্রীলেখা একটি ভারতীয় পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে তার জীবনের বিভিন্ন প্রথম অভিজ্ঞতা শেয়ার করেছেন। এসব অভিজ্ঞতার মধ্যে রয়েছে প্রথম চুমুর অভিজ্ঞতা।
Read More News
শ্রীলেখা তখন পড়েন কলেজে। কলেজটির নাম জয়পুরিয়া কলেজ। ক্লাস টুয়েলভে পড়তাম। প্রথম প্রেম তখন, তার সঙ্গে ক্যাডবেরি শেয়ার করতে করতে চুমু খাওয়া। একটা গোটা ক্যাডবেরি শেয়ার করতে করতে একটা কিউব শেষ হতে হতে চুমু…। সেটা মারাত্মক চুমু ছিল। কী করে খেতে হয় জানতাম না। সেটার রেশ বোধহয় পরের এক বছর ছিল।