দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ নির্দেশ দেওয়া হয়।
Read More News
নির্দেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান জানান, আদালতের নির্দেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর প্রতিষ্ঠানটির সনদধারীরা উচ্চ আদালতে যান। বিভিন্ন সময় আদালত আবেদনকারীদের সনদের বৈধতা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তি হতে পারবেন।