জনপ্রিয় অভিনেত্রী মিথিলা এক ভিডিও বার্তায় বলেছেন, সবাইকে আমার ‘বিয়ের দাওয়াত রইল’। সময় ৩১ আগস্ট রাত ১১ ঘটিকায়।
ঘটনা সত্যি, বিয়ে হচ্ছে মিথিলার। তবে এ বিয়ে বাস্তবে হচ্ছে না। ‘বিয়ের দাওয়াত রইলো’ শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।
বাংলালিংক নিবেদিত টেলিফিল্মটির প্রচারণার জন্য ভিডিওতে সবাইকে বিয়ের দাওয়াত দিয়েছেন মিথিলা।
রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মে আরো অভিনয় করেছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খান, একটি বিশেষ চরিত্রে স্পর্শীয়া প্রমুখ।
Read More News
আগামী ৩১ আগস্ট শুক্রবার রাত ১১টায় এনটিভিতে প্রচারিত হবে বাংলালিংক নিবেদিত বিশেষ টেলিফিল্ম ‘বিয়ের দাওয়াত রইলো’। টেলিফিল্মটি পুনঃপ্রচার হবে আগামী ৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে।