সোমবার (২৭ আগস্ট) দুপুরে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করবেন।
২০২১ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। চলচ্চিত্রের গুণগত মান বিবেচনার জন্য তিন সদস্যের বিশেষজ্ঞ দল থাকবে বলেও জানান তিনি।
Read More News
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘তিনজন পরিচালকের মধ্য থেকে শ্রী শ্যাম বেনেগালকে বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র নির্মাণের জন্য তার জীবন ও কর্ম নিয়ে আমরা নির্বাচন করেছি। এ চলচ্চিত্রটি নির্মাণের সময় বাংলাদেশের তিন সদস্য বিশিষ্ট একটি দল থাকবে। এরা হলেন- যারা বঙ্গবন্ধুকে জানেন এবং তার রাজনৈতিক সহকর্মী ছিলেন।