নবনীতা চৌধুরী দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ও উপস্থাপকদের একজন। সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক টকশো ‘রাজকাহন’-এর সঞ্চালক হিসেবে দেখা যায় তাকে।
সরকার ও রাজনৈতিক নেতাদের ঘায়েল করে সমাদৃত তিনি। জনপ্রিয় এই গণমাধ্যম ব্যক্তিত্ব এবার হাজির হলেন হাছন রাজার গান নিয়ে।
Read More News
ঈদ উপলক্ষে জিপি মিউজিকে প্রকাশ পেয়েছে নবনীতা চৌধুরীর গাওয়া গান ‘আহারে সোনালি বন্ধু’। বাউল শিল্পী হাছন রাজার এই গানটির সঙ্গীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে শিগগিরই নয়টি গান নিয়ে ‘আহারে সোনালি বন্ধু’ অ্যালবাম বাজারে আসছে বলে জানা গেছে।
নবনীতা চৌধুরী জানান, তিনি ও তার জীবনসঙ্গী লাবিক কামাল গৌরবের বন্ধুত্ব, প্রেম, ভালবাসা, বিয়ে, সংসার সব কিছুর সূচনা গান দিয়ে। কৈশোর থেকেই লালন আর লোকগানের চর্চায় আগ্রহী হয়ে ওঠেন তিনি।
নবনীতা বলেন, ‘এখন তো শুধু গান ছাড়লেই হয় না, ইন্টারনেটে সেটা দর্শক-শ্রোতার কাছে কীভাবে পৌঁছাবে সেটাও মাথায় রাখতে হয়। ভিডিও তৈরি করে ইন্টারনেটে ক্লিক করলেই শোনার ব্যবস্থা না করলেই নয়। গৌরবের সঙ্গীতায়োজনে আমার অ্যালবামের গানগুলো শ্রোতারা কীভাবে গ্রহণ করেন তা পরখ করে দেখতেই অ্যালবামের নাম যে গানটা থেকে নিয়েছি সেই টাইটেল ট্র্যাকের ভিডিও করে প্রকাশ করলাম।’