আজ রোববার বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে উদযাপন করলেন রাখিবন্ধন অনুষ্ঠান।
প্রিয়াঙ্কা বলেছেন, ভাই ছাড়া জীবন কল্পনাও করতে পারেন না তিনি।
গত ১৮ আগস্ট আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বাগদান হয় প্রিয়াঙ্কার। ওই রাতে মুম্বাইয়ে নিজ বাড়িতে বন্ধুদের জন্য আয়োজিত পার্টিতে নাচেন এই নবযুগল। অনুষ্ঠান আয়োজনের পেছনের কারিগর ছিলেন ছোট ভাই সিদ্ধার্থ। সিদ্ধার্থ শেফ গয়া গরমেটের সঙ্গে কিচেনেও সময় দেন। রান্না করেন সুস্বাদু খাবার।
Read More News
সিদ্ধার্থ চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়ার সাত বছরের ছোট এবং অশোক ও মধু চোপড়ার দ্বিতীয় সন্তান।
ফারহান আক্তার ও জাইরা ওয়াশিমের সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা।