সালাম মুর্শেদী মনোনয়নপত্র জমা দিলেন

সাবেক ফুটবলার ও বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম মুর্শেদী জাতীয় সংসদের খুলনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সালাম মুর্শেদী মনোনয়নপত্র জমা দেন।

এ সময় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক শেখ সোহেল, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Read More News

মনোনয়নপত্র জমাদান শেষে সালাম মুর্শেদী বলেন, এবার ফাঁকা মাঠে গোল দিলেও আগামী ডিসেম্বরে নির্বাচনে সব দল অংশগ্রহণ করলে তখন প্রতিদ্বন্দ্বিতা হবে।

আগামী ২৮ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং আগামী ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলে আগামী ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

গত ২৬ জুলাই ওই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা মারা যান। আর ৫ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *