প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন ‘জাহ্নবী’

এবার প্রথমবারের মতো ‍র‍্যাম্পে হাঁটলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। নচিকেত বারবির ডিজাইন করা পোশাকে ল্যাকমি ফ্যাশন সপ্তাহের তৃতীয় দিনে তিনি র‍্যাম্পে হাঁটেন।

জাহ্নবী বলেন, নচিকেতের মিলেনিয়াল মহারানিস কালেকশনের পোশাক পরে হাঁটার সময় তিনি কিছুটা চিন্তিত ছিলেন। যখন তিনি আমাকে কাপড়ের নমুনা দেখালেন, মনে হয়েছিল এগুলো অসাধারণ কাপড়। তখনই মাথায় ঘুরছিল, এটা পরে কীভাবে ফ্যাশন শোতে যাব। কারণ, মনে হয়েছিল কাপড় খুব ভারী। কিন্তু পরার পর দেখি খুবই হালকা ও আরামদায়ক।
Read More News

জাহ্নবী ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, নচিকেতের নতুন কালেকশন নিয়ে ‍র‍্যাম্পে হেঁটেছি। পোশাক নিয়ে বলেন, এটা ছিল খুবই নরম ও বিলাসবহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *