হুদাই-১ এবং হুদাই-২ এর পর লেখক ও সাংবাদিক গোলাম রাব্বানীর হুদাই সিরিজের তৃতীয় কবিতার বই এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে। এবারের বইটির নাম রাখা হয়েছে ‘দীর্ঘশ্বাসে দাঁড়ি’। বইটি প্রকাশ করছে সব্যসাচি। আর এর পরিবেশনার দায়িত্বে আছে পাললিক সৌরভ। মেলায় উদ্যান অংশের ১২৫ নং স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়া বাংলা একাডেমি অংশে অবস্থিত লিটল ম্যাগ প্রাঙ্গনেও পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন আকরাম হোসেন। ‘দীর্ঘশ্বাসে দাঁড়ি’ নিয়ে গোলাম রাব্বানী বলেন, ‘দীর্ঘশ্বাস কারো ভালো লাগার কথা না। কিন্তু মাঝে মধ্যে দীর্ঘশ্বাসেও শান্তি আসে। নতুন কিছু করার সাহস পাওয়া যায়। পৃথিবীর সকল দীর্ঘশ্বাসে দাঁড়ি দিয়ে চলুন আমরা আনন্দ বিলি করি।
Read More News
Supreme Watches News