ডব্লিউডব্লিউই রেসলার কেনের কথা বললে অনেকের চোখের সামনেই ভেসে উঠবে দানবীয় চেহারার মুখোশধারী এক কুস্তিগীরের চেহারা। সেই কেন মুখোশ আর রেসলিংয়ের রিং ছেড়ে নেমেছিলেন রাজনীতির ময়দানে। রাজনীতিবিদ হিসেবে জিতেছেন জীবনের প্রথম নির্বাচনও।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের নক্স কাউন্টি থেকে রিপাবলিকানদের হয়ে মেয়র পদে জয়ী হয়েছেন কেন। ৬ ফুট ৮ইঞ্চি উচ্চতার এই রাজনীতিবিদের কাছে হেরেছেন ডেমোক্রেটদের হেভিওয়েট প্রার্থী লিন্ডা হেনি।
Read Our More News
কেনের এমন সাফল্যে বেশ খুশি ডব্লিউডব্লিউই। নিজেদের টুইটার পেজে কেনকে শুভেচ্ছা জানিয়ে তার রাজনৈতিক অধ্যায়ের সংক্ষিপ্ত বর্ণনাও দিয়েছে বিনোদনদায়ী সংস্থাটি, ‘দুই মাস আগের কষ্টে প্রাথমিক নির্বাচন জেতা কেন আজ মেয়র হয়েছে। তার এই পথ চলা কিন্তু এক বছর আগে শুরু হয়েছিল।’
রেসলার থেকে রাজনীতিবিদ হওয়া ব্যক্তি কেন একাই নন। এর আগে জেসি ‘দ্যা বডি’ বেঞ্চুরা ১৯৯৮ সালে রেসলিং ছেড়ে মিনেসোটার গভর্নর হয়েছিলেন। ডব্লিউডব্লিউই মালিক পরিবারের মেয়ে লিন্ডা ম্যাকমহন বর্তমান মার্কিন সিনেটের সদস্য। ট্রাম্প সরকারের ক্ষুদ্র বাণিজ্যের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি।